লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন আহত হয়েছে। এছাড়া শতাধিক ঘর-বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার পলাশী ইউনিয়নের বনচৌকী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

আহতরা হলেন- ওই গ্রামের অমুল্য কুমার (৬০), তার ভাই প্রফুল্ল রায় (৫৫), ভাইপো দীপক চন্দ্র (৩০), পুত্রবধূ অর্চনা রানী (২৫) ও তার প্রতিবেশী পুতুলের স্ত্রী পারুল রানী (২৮)।

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, সকালে আদিতমারী উপজেলার বিভিন্ন গ্রামে হঠাৎ আঘাত হানে কালবৈশাখী ঝড়। প্রায় আধা ঘন্টা চলে এ ঝড়ের তাণ্ডব। এ ঝড়ে বনচৌকী গ্রামের অমুল্য কুমারের বাড়ির পাশে থাকা ৭০-৮০ বছর বয়সের বিশাল একটি বটগাছ উপড়ে পড়ে তার বাড়ির উপর। ফলে ওই বাড়ির ৪ জন সদস্য ও পাশের বাড়ির ১ জন আহত হয় এবং দুইটি গরু মারা যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উপজেলার মহিষখোচা, ভাদাই, সারপুকুর, সাপ্টিবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক ঘর-বাড়িও বিধ্বস্ত হয়েছে। এদিকে ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এপ্রিল ০৮, ২০১৭)