চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ সিএনজিযাত্রী নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি’র দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিন যাত্রী।
শনিবার (০৮ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দীরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন- মোজাম্মেল (২১)। অপরজন অজ্ঞাতনামা নারী। গুরুতর আহতরা হলেন- বেলাল (২৫), রাশেদুল (৩০) ও সিএনজিচালক আকতার (৫০)। আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে হাটহাজারী খাগড়াছড়ি সড়কের নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম শহরমুখি একটি ট্রাক বিপরীতমুখি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন দ্য রিপোর্টকে জানান- সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনার পর দু’জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/একেএ/এপি/এপ্রিল ০৮, ২০১৭)