দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কমিটির পরিচিত অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বর্তমান ও সাবেক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে এক নৈশভোজে অংশ নেন তারা। বহুদিন পর এমন একটি অনুষ্ঠানের জন্য অনেকেই আয়োজকদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক হন ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রশিদ ও ঢাবির সিনেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এই পরিচিতি অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক জেডএন তাহমিদা বেগম, ড. সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. সুকোমল বড়–য়া, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক মো. লুৎফর রহমান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মোশাররফ হোসেন ভুইয়া, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, রাশিদ মাহমুদ, মো. আলমগীর হোসেন, এএএম কাওসার হাসান, ড. এএসম সালাহউদ্দিন, দেবাশীষ পাল, ইসরাফিল রতন প্রামাণিক, ড. মো. জসিম উদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, আফরিন চৌধুরী, অধ্যাপক মো. মাহফুজুল হক সহ প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/এপ্রিল ০৮, ২০১৭)