দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সেনা ঘাঁটির কাছে গাড়ি বোমা বিস্ফোরণে  সেনা সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। সোমালিয়া ভিত্তিক জঙ্গী সংগঠন আল শাবাব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। রবিবার এ হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আল শাবাব।

জেষ্ঠ্য সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল বলে জানিয়েছেন দেশটির সেনা প্রধান হুসেইন নুর। তিনি বলেছেন, ‘বিস্ফোরণ ঘটাতে একটি মিনিবাস ব্যবহার করা হয়। বিস্ফোরণে বেসামরিক লোক বাদেও সেনাসদস্য এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন।আমরা এখনো এ ঘটনায় নির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।’

রাজধানী মোগাদেসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমার হেলেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিস্ফোরণে নিহতদের অবস্থা এতই বিকৃত হয়ে গেছে যে নিহতদেরকে শনাক্ত করা যাচ্ছে না, এমনকি সংখ্যাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মুহাম্মাদ কর্তৃক দেশটির নিরাপত্তা প্রধানকে স্থানান্তর এবং জঙ্গী সংগঠন আল শাবাবের সদস্যদেরকে চাকরি এবং শিক্ষার বিনিময়ে জঙ্গিবাদ ছাড়ার প্রস্তাব দেওয়ার এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো।

(দ্য রিপোর্ট/এএস/জেডটি/এপ্রিল ০৯, ২০১৭)