সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারে ৩৪ জন জেএমবি হাজতি থাকায় বাড়তি সতর্কতা নিতে হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। কারাগারের সুপার আল মামুন জানান, বর্তমানে এই কারাগারে ৩৪ জন জেএমবি সদস্য রয়েছেন। এদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৮জন। নারীদের সঙ্গে তিনটি শিশুও রয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি জেএমবি সদস্য এ কারাগারে থাকায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছেন। সম্প্রতি সিলেট ও মৌলভীবাজারে জেএমবি আস্তানায় অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ হতাহতের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়াতে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতা নিচ্ছে।

জেল সুপার আরও জানান, সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সম্প্রতি কারাগারের ভিতর ও বাইরে একাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ ও বাইরের সময় ব্যবহার হচ্ছে মেটাল ডিটেক্টর। একই সাথে কারাফটকে ও ভিতরে দায়িত্বরত পাঁচজন কারারক্ষী বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে। পাঁচটি ওয়াকিটকি দিয়ে ভিতরে ও বাইরে চলছে নিয়মিত মনিটরিং। পাশাপাশি চলছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। আদালতে আনা-নেওয়ার পথে প্রিজনভ্যানের আগে ও পরে বিশেষ নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর ১৫ দিন পর পর জেএমবি সদস্যরা যখন পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন জেলা গোয়েন্দা শাখা প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে র‌্যাব ও পুলিশ অভিযানে গ্রেফতার হয়ে এসব জেএমবি সদস্য কারাগারে আসেন। এছাড়া অন্য জেলায় গ্রেফতার হওয়াদের সিরাজগঞ্জ আদালতে আনা হলে কারাগারে জেএমবি সদস্যের সংখ্যা আরও বেড়ে যায়।

(দ্য রিপোর্ট/এপি/এনআই/এপ্রিল ০৯, ২০১৭)