দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন। প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করে জিতিয়েছেন দলকে। তবে দুঃসংবাদ হলো ফের কাঁধের ইনজুরিতে পড়েছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। যা উদ্বেগ বয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রবিবারের (৯ এপ্রিল) ম্যাচটিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে দিয়ে বাম কাঁধে চোট পান লিন। দুই বছরেরও কম সময়ে একই কাঁধে তৃতীয়বার ইনজুরি আক্রান্ত হলেন ১০ এপ্রিল ২৭-এ পা রাখা এ ডানহাতি ব্যাটসম্যান।

মুম্বাই ম্যাচ শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে টুইট করেন লিন, ‘প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কী ভুল কিছু করেছি?’ লিনের ইনজুরি কতটা গুরুতর, পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা বা কতদিন খেলার বাইরে থাকতে হবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কেকেআর।

তার এই চোট নিয়ে ভাবছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দল ব্রিসবেন হিট। তারা লিনের চোটের সার্বিক অবস্থা জানতে যোগাযোগ রেখে চলেছে। তারা এটাও জানতে যায় এই চোটের অবস্থা কতটুকু জটিল।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন ক্রিস লিন। তার ঝড়ো ব্যাটেই রেকর্ডময় জয় পায় কলকাতা। অপরাজিত থাকেন ৯৩ রানে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ১০, ২০১৭)