‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধান হচ্ছে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিযোগ ওঠা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধান হচ্ছে। অনুসন্ধানে প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে রবিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মিচেল ট্রিঙ্কাইয়ার ও সুইডেনের রাষ্ট্রদূত এ্যানেলি লিন্ডাল কেনির সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘সরকার দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। হতে দেবে না। এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। পত্র-পত্রিকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে। এ সব ঘটনার সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যার প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৈঠকে বিচারবহির্ভূত হত্যা, মৃত্যুদণ্ডের শাস্তি বিলোপসহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘মৃত্যুদণ্ডের শাস্তি বিলোপের ব্যাপারে আমি রাষ্ট্রদূতদের বলেছি, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে। বাংলাদেশের স্বাধীনতার সময় যে সব নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে।’
আনিসুল হক বলেন, ‘এ সব অপরাধ ছাড়া অন্যান্য ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তির ব্যাপারে ভবিষ্যতে চিন্তা-ভাবনা করা হবে বলে রাষ্ট্রদূতদের জানানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)