দ্য রিপোর্ট প্রতিবেদক : কমিশনের আশায় চুরির টাকা উদ্ধারে এক যুবককে তুলে এনে রাতভর নির্যাতন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের দুই নেতা।

শনিবার সকালে ওই যুবককে তুলে নিয়ে আসেন ছাত্রলীগের দুই নেতা মাহাবুব ও আলামিন। রাতভর নির্যাতন শেষে রবিবার সকালে যুবককে পুলিশে সোপর্দ করা হয়। ওই দুই নেতা মহসিন হল শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

জানা যায়, প্রিয়াঙ্গন শপিং সেন্টারের এক দোকানদারের ৮০ হাজার টাকা চুরি হয়। চুরির টাকা উদ্ধার করার দায়িত্ব নেন দুই ছাত্রলীগ নেতা। বিনিময়ে তাদের দিতে হবে কমিশনের টাকা। এই শর্তে তারা ওই যুবককে তুলে নিয়ে আসেন আবাসিক হলে। টাকা উদ্ধারে চলে রাতভর নির্যাতন। পরে সকালে আহত অবস্থায় ওই যুবককে নিউমার্কেট থানা পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়।

এ সম্পর্কে হাজী মুহাম্মদ মহসিন হলের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘ঘটনা কী ভালোভাবে জানি না। পরে যোগাযোগ করুন বলে তিনি ফোন কেটে দেন।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান দ্য রিপোর্টকে বলেন, সকালে তাকে আমাদের কাছে দেওয়া হয়। সে আমাদের কাছেই আছে। আমরা তদন্ত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।

এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, এই ধরনের ঘটনা সত্যিই লজ্জাকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন এসবে জড়াবে। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)