দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রোড ডিভাইডারে হঠাৎ কে বা কারা গড়তে শুরু করেছিলেন মাজার। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। ‘মাজার’ তৈরি প্রাথমিক স্থাপনা ভেঙ্গে দিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।

তবে কে বা কারা এখানে এই ‘মাজার’ বানাতে চেয়েছিল, এই বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মাজার’ তৈরির বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই স্থানে কোনো মাজার থাকার কথা নয়। কারণ, ওখানে তেমন কোনো স্থানও নেই। কেউ ভন্ডামী করে ব্যবসা করার চেষ্টা করছিল। ব্যাপারটি স্থানীয় জনতার নজরে আসলে তারা পুলিশে খবর দেয়। পরে সেটি ভেঙ্গে ফেলার ব্যবস্থা করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এপ্রিল ১০, ২০১৭)