ন্যাটোর রসদ বন্ধ করা উচিত : ইমরান
দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানে চালানো মার্কিন বাহিনীর ড্রোন হামলার প্রতিবাদে ন্যাটোর রসদ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। খবর বিবিসি ও ডননিউজের।
গত শুক্রবার পাকিস্তানে মার্কিন বাহিনীর চালানো ড্রোন হামলায় তালেবান বাহিনীর প্রধান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। এ ড্রোন হামলা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মন্তব্য করেন ইমরান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বন্ধু না শত্রু?’
অব্যাহত ড্রোন হামলার প্রতিবাদে পাকিস্তানের উচিত ন্যাটোর রসদ চলাচল বন্ধ করে দেওয়া বলে মন্তব্য করেন তিনি।
আফগানিস্তানে পশ্চিমা সৈন্যদের জন্য খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির বেশিরভাগ অংশই পাকিস্তান দিয়ে প্রবেশ করে। ন্যাটোর নিজস্ব গাড়িতে এ সকল মালামাল বহন করা হয়।
প্রসঙ্গত, গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে ড্রোন হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ড্রোন হামলাকে তিনি দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত বলেও মন্তব্য করেছেন।
মেহসুদকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পরপরই পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)