দ্য রিপোর্ট প্রতিবেদক : গত বছর এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় এবার চিন্তিত অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই। শ্রীলঙ্কার কাছে উপর্যুপরি ব্যর্থতায় এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই মানসিকভাবে অনেকটাই খেই হারিয়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। এমনকি আফগানিস্তানকেও সমীহ করছে মুশফিকরা। সঙ্গে যোগ হয়েছে তামিমের ইনজুরি আর সাকিব ‘কাব্য’। মাশরাফি; সেও অনিয়মিত। ফলে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে সেই অর্থে কোনো আশা দেখছে না বাংলাদেশ!

এশিয়া কাপ উপলক্ষে রবিবার সকালেই হোটেলে ওঠেছেন মুশফিকরা। আর বিকেলে উপস্থিত হয়েছেন সংবাদ সম্মেলনে। প্রথম প্রশ্ন ছিল সাকিবকে নিয়ে; মুশফিক এবং কোচ বিসিবি সভাপতিকে অনুরোধ করেছেন সাকিবকে দলের স্বার্থে ফেরত আনতে। এ ব্যাপারে মুশফিক বলেছেন, ‘ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ করেছি। এখন বোর্ড যদি চায়, তবে সাকিবের শাস্তি কমাতে পারে। এশিয়া কাপ আমাদের জন্য অনেক বড় টুর্নামেন্ট। এখানে ভালো খেলা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ জন্যই সাকিবকে দলে চেয়েছি আমরা। তা ছাড়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিমও এশিয়া কাপ স্কোয়াডে নেই, মাশরাফিও ফিট নয়। সুতরাং সাকিবকে ছাড়া কিছুটা হলেও ঝামেলায় পড়তে হবে আমাদের। আমি সাকিবকে মিস করব।’

এমন ঘটনা ঘটানোর পরও সাকিবকে ক্ষমা করা হয়, অথবা শাস্তি কমিয়ে দেওয়া হয়, সে ক্ষেত্রে ভবিষ্যতে অন্যরা সাহস পেয়ে যাবে? এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘আসলে ওকে দলে চাওয়া হয়েছে দেশের স্বার্থে। ও দলে থাকলে তা আমাদের জন্যই ভালো। বিষয়টি বোর্ডের। সাকিব ছাড়াই আমাদের খেলতে হবে।’

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী হবে; এর জবাবে মুশফিক বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে এখনোই লক্ষ্য স্থির করা কঠিন। আপাতত প্রধান লক্ষ্য দল হিসেবে মাঠে পারফর্ম করা। প্রথমত আফগানিস্তানের সঙ্গে আমরা জিততে চাই, যদিও তারা কঠিন প্রতিপক্ষ। একই সঙ্গে বাকি ৫ দলের সঙ্গেও সেরা ক্রিকেট খেলতে চাই।’ তিনি আরও বলেছেন, আমাদের প্রধান লক্ষ্য গত ২ বছর যেমন ক্রিকেট খেলেছি, সেভাবে খেলা চালিয়ে যাওয়া। তারপর দেখা যাবে কত দূর যাওয়া যায়।’ ঘুরে ফিরে আফগানিস্তান প্রসঙ্গ; মুশফিক বলেছেন, ‘আফগানরা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। ওদের একাধিক ক্রিকেটার ঢাকায় খেলে গেছে। সুতরাং ওদের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

মুখে আত্মবিশ্বাসের কথা বললেও বাস্তবে বিশ্বাসহীনতার ছায়া পড়েছে মুশফিকের চেহারায়। বিশেষ করে দল নিয়ে প্রকাশ্যেই চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘অধিনায়ক যে হোক না কেন; তাকে মিনিমাম সম্মান দেখানো উচিত। আই অ্যাম শকড। দল ঘোষণা করার আগে আমার সঙ্গে কোনো কথা বলা হয়নি।’

(দ্য রিপোর্ট/আরআই/এএস/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)