দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বাসায় শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইকমিশনার ওয়াহিদুর রহমান সামান্য আহত হয়েছেন। কেনিয়ার সংবাদমাধ্যম ক্যাপিটাল নিউজ ও এএফপি’র বরাত দিয়ে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

দেশটির পুলিশ রবিবার জানিয়েছে, রাজধানী নাইরোবির কারেনে শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্থানীয় এক লাখ ৭০ হাজার মুদ্রাসহ টেলিভিশন সেট ও অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে।

নাইরোবির সিআইডি প্রধান নিকোলাস কামওয়েন্দে জানান, এ ঘটনার পর ওই সময় দায়িত্বরত দুই প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর অনেক তথ্য বেরিয়ে আসবে।

হাইকমিশনারের বাড়িতে ছয়জনের একটি ডাকাত দল এ হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত বুধবার সকালে কারেনের হার্ডি এস্টেটে মাকেউনির সংসদ সদস্য ড্যানিয়েল মানজুর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সংসদ সদস্য ও তার স্ত্রী আহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)