কারাবন্দি বিডিআরের সাবেক ডিএডি হাবিবুর রহমানের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক ডিএডি হাবিবুর রহমান (৬২) গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার বিকেলে তিনি মারা যান।
হাবিবুর রহমানের বাড়ি বাগেরহাট জেলার সদর থানায়। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে কাশিমপুর কারাগার থেকে হাবিবুর রহমানকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। বুকে ব্যথাজনিত কারণে কারাগারে অসুস্থ হলে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর সদর হাসপাতালে আনা হয়।
জয়দেবপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার জানান, তার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/সা/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)