চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ জহিরুল ইসলাম (৩২) এবং কিশোর হৃদয় (১৪) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১২ এপ্রিল) সকালে দায়িত্বরত অবস্থায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ট্রাক চাপায় নিহত হন ট্রাফিক পুলিশের কনেস্টেবল জহিরুল ইসলাম। তার বাড়ি নোয়াখালির বেগমগঞ্জ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ দ্য রিপোর্টকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী এলাকায় ডিউটিরত ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। আহতবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ জহিরুল ইসলামকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হৃদয় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা সদরের ডিএএম ডিপু মোড় এলাকায় এ র্দুঘটনা ঘটে। নিহত হৃদয় মহানগরীর আকবর শাহ থানা এলাকার মকবুল আহমদের ছেলে ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এপ্রিল ১২, ২০১৭)