দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার ভিন্ন আয়োজনে নববর্ষ উদযাপন করবে দেশের অন্যতম নাট্যসংগঠন ‘থিয়েটার’ (নাটক সরণী)। পয়লা বৈশাখে একই দিনে তিন নাটক মঞ্চস্থ করবে দলটি।

যারা মঞ্চ নাটক ভালোবাসেন, তারা বাংলা নববর্ষের ছুটি কাটাতে পারেন মঞ্চনাটক দেখে।

রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পয়লা বৈশাখের দিন সকাল ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টায় তিনটি নাটক মঞ্চস্থ করবে থিয়েটার। 

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার (১২ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান- নাট্যজন রামেন্দু মজুমদার, বিবিএস কেব্লসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার ও এক্সপ্রেশনসের পরিচালক সৈয়দ আপন আহসান। 

রামেন্দু মজুমদার বলেন, ‘মহিলা সমিতি একসময় বাংলাদেশের মঞ্চ নাটকের কেন্দ্রবিন্দু ছিল। আমাদের প্রত্যাশা, জায়গাটা আবারও জমজমাট হয়ে উঠবে। বছরের প্রথম দিন সুবিধাজনক সময়ে মানুষ মহিলা সমিতির মঞ্চে নাটকগুলো দেখতে আসুক।'

পয়লা বৈশাখের দিন বেলা ১১টায় মঞ্চস্থ হবে কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের লেখা ও আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত এ নাটকটির নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী।

বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চস্থ হবে মারুফ কবিরের রচনা ও নির্দেশনায় নতুন নাটক ‘মায়ানদী’। সর্বশেষ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘মেরাজ ফকিরের মা’।

এ আয়োজনে সহযোগিতা করছে এক্সপ্রেশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিবিএস কেব্‌লস।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ১২, ২০১৭)