ঝালকাঠি প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছেন, ‘আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। এ নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারবেন না। আগামী দুই বছরের মধ্যে দেশে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নেত্রী ইতোমধ্যে প্রচারনা শুরু করেছেন।’

দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেছেন, ‘এটাই শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সাফল্য।’

 

বুধবার (১২ এপ্রিল) বিকেলে ঝালকাঠির শিল্পকলা একাডেমির হলরুমে অর্থমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের দেয়া গণ সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, পৃথিবীর বিভিন্ন দেশে যখন শ্রমিক ছাটাই করছে তখন আমরা কর্মক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিচ্ছি। আমাদের দেশের গ্রামে পর্যন্ত কোন অভাব নেই। এটা বিশ্বের কাছে একটি বিস্ময় । আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিশ্ববাসী অবাগ দৃষ্টিতে তাকিয়ে দেখছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

পরে বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত (চ্যানেল আই) ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ শীর্ষক অনুষ্ঠানে যোগদেন মন্ত্রীরা।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ১২, ২০১৭)