কল্পনার সঙ্গে মেলেনি মেলা
দ্য রিপোর্ট প্রতিবেদক : সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। ক্লাস শুরু করেছেন এই মাসের শুরুর দিকে। সে সূত্রে প্রথমবারের মতো বইমেলায় আসা। তবে তার মেলা ঘোরার অভিজ্ঞতা নাকি অনেকটা স্বপ্নভঙ্গের মতো। সেটা কী ধরনের জিজ্ঞাসা করতে জানালেন তার ধারণা ছিল মেলা আরও সাজানো গোছানো হবে। মেলায় কেমন যেন অগোছালো ভাব।
মিজান নিজেও গল্প-কবিতা লিখেন। ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো প্রতিযোগিতায় তার একটি গল্প পুরস্কার জিতেছিল। এখন অবশ্য লেখালেখির চেয়ে পড়াশুনা গুছিয়ে নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন।
কথা হল বই কেনা নিয়ে। জানালেন এইবারের পরিকল্পনা ছিল- যা বই কিনবেন তার প্রতিটিতেই থাকবে লেখকের অটোগ্রাফ। অটোগ্রাফসহ তিনটি বই সংগ্রহ করেছেন তিনি। বই তিনটি হল- ইমদাদুল হক মিলনের ‘কিশোরী’, আনিসুল হকের ‘গুড্ডা বুড়ার মজার গল্প’ ও মঈন মুরসালিনের ‘একশ ছড়া’। শুধু আটোগ্রাফই নেননি প্রিয় লেখকদের সঙ্গে ছবিও তুলেছেন।
শেষে তিনি জানালেন আরও কিছু বই কেনার পরিকল্পনা আছে। এর মধ্যে রয়েছে মুহম্মদ জাফর ইকবাল ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই। আগের বইগুলো পড়ে গিফট করে দেবেন।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচএসএম/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)