কালীগঞ্জে নাইন এমএম পিস্তল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে বাসে তল্লাশি চালিয়ে বিজিবি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে। রবিবার রাতে এ তল্লাশিকালে ভারতীয় গুঁড়োদুধ ও মোটর পার্টসও আটক করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিশেষ ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা গড়াই পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-০২-০১১৮) একটি বাসে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে জুতার কার্টনের মধ্য থেকে নাইন এমএম বোরের একটি পিস্তল, গুঁড়োদুধ ও মোটর পার্টস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)