দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাসময়ে আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালকেরা এ শাস্তির আওতার বাহিরে থাকবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানি ৩টি হল- আমান সী ফুড ইন্ডাষ্ট্রিজ, রোজ হেভেন বল পেন ইন্ডাষ্ট্রিজ ও চিকটেক্স লিমিটেড।

কোম্পানি ৩টি ২০১৪-১৫ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ১ম প্রান্তিকের আর্থিক হিসাব দাখিল করেনি। এর ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ ও ১৩ এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন/০৩-৩১ লংঘন হয়েছে। এইসব আইন লংঘনের কারণে ৩ কোম্পানির পরিচালকদের জরিমানা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ১৩, ২০১৭)