দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ। রাত পোহালেই বাংলা নতুন বছরকে বরণ করে নেবে সবাই।

রাজধানী ঢাকার বৈশাখী উৎসবের গুরুত্বপূর্ণ অংশ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পয়লা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

গ্রামীণ জীবন ও আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তুলতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা।শোভাযাত্রার জন্য বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির আদল তৈরিতে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা।তারই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন ঢাবির চারুকলায়।

১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ উৎসবের একটি অন্যতম অংশ হিসেবে পালিত হয়ে আসছে।

ছবি : সুমন্ত চক্রবর্তী

(দ্য রিপোর্ট/পিএস/এপি/এপ্রিল ১৩, ২০১৭)