ডিসি হারুন ও ওসি মনিরুজ্জামানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় লালবাগ জোনের ডিসি হারুনুর রশীদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, নীল দল ও সাদা দল। এ দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষক মিলনায়তনে রবিবার বিকেল পৌনে ৪টার দিকে এক জরুরি সভায় শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন লালবাগ জোনের ডিসি হারুনুর রশীদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। যা অত্যন্ত দুঃখজনক। অতীতেও শিক্ষার্থীদের ওপর ডিসি হারুনুর রশীদ চড়াও হয়েছেন। আমরা ২৪ ঘণ্টার মধ্যে এ দুই কর্মকর্তার অপসারণ দাবি করছি।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল ও জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলও হারুনুর রশীদ ও মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছে।
পৃথক বিবৃতিতে তারা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় এ দুই কর্মকর্তার সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ আনেন।
সংগঠন দুটি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।
(দ্য রিপোর্ট/এলআরএস/এনডিএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)