মেলার শেষ পর্যায়ে বাড়ছে বিক্রি
দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার বিদায়ের ধ্বনি চারদিকে চাউর হওয়ার আগেই মাসের শেষ দিকে এসে বইমেলার চিত্র পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে মেলা দর্শকের পদচারণায় মুখর হয়ে উঠছে। বইমেলার শেষ দিকে এমন ভিড় মেলার প্রকাশকদের মুখে হাসির বার্তা নিয়ে এসেছে। বই কেনা ও দেখার জন্য ক্রেতাদের ভিড়ে স্টলের সামনে লেগে থাকছে জটলা। এখন মেলায় যারা আসছেন তাদের বেশিরভাগই ক্রেতা। বইমেলার ২৩তম দিন রবিবার মেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মেলা শেষ হওয়ার বাকি আছে আর মাত্র ৫দিন। তাই মেলায় বই কিনতে কিংবা বইমেলা ঘুরে দেখার সুযোগটি হাতছাড়া না করতে ছুটে এসেছেন প্রচুর পাঠক-ক্রেতা। আগের দিনগুলো যে বইগুলো পছন্দ করে গেছেন এখন স্টলে গিয়ে সরাসরি সে বইগুলো কিনছেন।
মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রায় সবগুলো প্রকাশনীর সামনেই ক্রেতাদের ভিড়। মেলার শেষ দিকে এসে পাঠকরা ঘুরে দেখার চেয়ে বই কেনাতেই বেশি মনোযোগী। বনানী থেকে এসেছেন সাজিয়া আফরিন সাবা। হাতে বেশ কয়েকটি বই। তার সঙ্গে কথা হলে তিনি জানান, ‘প্রায় শেষের দিকে মেলা এসে গেছে। তাই এখানে এসে বই কিনতে পেরে আমি দারুণ খুশি। আমি মোট ছয়টি বই কিনেছি।’
আগামী প্রকাশনীর বিক্রেতা শাহীন দ্য রিপোর্টকে বলেন, মেলার আর বেশিদিন বাকি নেই। তাই হয়তো মেলায় অনেক দর্শক দেখা যাচ্ছে। তবে আজকের তুলনায় আগামীকাল হয়তো আরও দর্শকের ভিড় হতে পারে।
সেবা প্রকাশনীর জুনিয়র সহকারি ব্যবস্থাপক মো. আব্দুস সালাম দ্য রিপোর্টকে বলেন, আজকে কয়েকদিনের তুলনায় অনেক বেশি ভিড় দেখা যাচ্ছে। আমাদের প্রকাশনীতে মাসুদ রানার বই বেশি বিক্রি হচ্ছে। প্রতিদিনই এর চাহিদা বেড়েই চলছে।
এখন মেলায় যারা আসছেন তাদের বেশিরভাগই বই কিনছেন বলে মন্তব্য করছেন মেলার প্রকাশকরা। মেলার শেষ দিকে এসে ক্রেতার চাহিদা প্রকাশকদের মুখে হাসি আনার সঙ্গে সঙ্গে মেলা শেষ পর্যায়ে আসায় অনেকের কপালেই চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)