রুনির প্রশংসায় মোয়েস
দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ লিগে শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের অন্যতম নায়ক ওয়েন রুনি। বলা যায় কোচ রুনি স্তূতিই গেয়ে ফিরেছেন। ডেভিড মোয়েস জানিয়েছেন, ‘ওয়েন রুনির জায়গা কেউ নিতে পারবে না। ইংল্যান্ডের এই তারকা ফুটবলার দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’ রুনির পাশাপাশি এই ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেছেন রবিন ফন পার্সি।
একই রাতে অবশ্য চেলসি ১-০ গোলে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে। অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সান্দারল্যান্ডকে। ম্যানচেস্টার সিটি অবশ্য ১-০ গোলে জয় পেয়েছে স্টোকসিটির সঙ্গে।
২৮ বছর বয়সী রুনি শুক্রবার ইউনাইটেডের সাথে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। আর পরের দিনই দারুণভাবে জ্বলে ওঠেছেন। ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলের ৬ নাম্বারে রয়েছে। মোয়েস ম্যাচ শেষে আরও বলেছেন, ‘সে (রুনি) সত্যিই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার বিকল্প বা পরিবর্তনের কথা ভাবা অসম্ভব।’
(দ্য রিপোর্ট/এমএ/এএস/এএল/ফেব্রুয়ারি ২৩,২০১৪)