বরিশাল অফিস : বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে শহিদুল ইসলাম (২৮) নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম বাগেরহাটের মোড়লগঞ্জের আ. রহমানের ছেলে এবং ভারতের দিল্লির নয়াসীমাপুর এলাকার বাসিন্দা।

নিহতের শ্যালক আমিন জানান, তার দুলাভাই দুপুরে কীর্তনখোলা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় অল্প পানিতে নেমে সবার সামনে ডুব দিলে সে নিঁখোজ হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার সময় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুল জন্মসূত্রে বাংলাদেশী হলেও সে ভারতের নাগরিক। নয়াদিল্লিতে পরিবারের সদস্যদের সাথে থাকতেন। বরিশাল নগরের ভাটারখাল বস্তির হালিম ফকিরের মেয়ে আনজু বেগমের সাথে তার বিয়ে হয়। ১ মাস আগে বরিশালে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। তবে তার কোন বৈধ কাগজপত্র নেই।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/এপ্রিল ১৫, ২০১৭)