আসামি ছিনতাই, গাড়িচালক জাকিরের স্ত্রী আটক
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/23/GAZIPUR-23-02-14-SWAPNA-CAPTURED.jpg)
গাজীপুর প্রতিনিধি : ত্রিশাল থেকে তিন জেএমবি কয়েদি ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ির কাগজপত্র, জিহাদী বই ও ল্যাপটপসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্রী স্বপ্না আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের সখিপুরে আটক গাড়িচালক জাকারিয়া ওরফে জাকিরের স্ত্রী। রবিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে টঙ্গী থানা পুলিশ গাজীপুরার সুমন মিয়ার বাসা থেকে তাকে আটক করে। অভিযানকালে পুলিশ তার বাসায় থাকা একটি ল্যাপটপ, বেশ কিছু জিহাদী বই, তিন কয়েদি ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ির কাগজপত্র জব্দ করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সুমন মিয়ার বাসায় ড্রাইভার জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার আড়াই মাস পূর্বে বাসা ভাড়া নেয়। স্বামী-স্ত্রী এই বাসায় থেকে তিন কয়েদি ছিনতাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে কাজ করে আসছিল। স্বপ্না আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিষয়ের সম্মান শ্রেণীর শেষ বর্ষের ছাত্রী। তার বাড়ি রাজশাহী জেলা শহরে। সখিপুরে আটক ড্রাইভার জাকারিয়ার স্বীকারোক্তিমূলে ওই অভিযান চালায় বলে জানায় পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)