চট্টগ্রামে পুলিশের উপর হামলা
একদিন পর ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও অজ্ঞাত ৪০/৫০জনকে আসামি করা হয়েছে।
ঘটনার ২৪ ঘন্টা পর শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানার এসআই আকতার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটক ৪ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলা দায়েরের সময় দেখানো হয়েছে শনিবার সকাল ১০টা।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম (২৭), নগর ছাত্রলীগ রাহুল চৌধুরী (২৬), শরিফুল মাহিন (২৩), বিশ্বজিৎ সনৎ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন উর রশিদ বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে এর আগে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই রোকেয়া জানিয়েছিলেন, পুলিশের উপর হামলার ঘটনায় কোন মামলা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার বর্ষবরণ অনুষ্ঠানে নগরীর ডিসি হিলে পুলিশ বেষ্টনী অতিক্রম করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি হেলাল আকবর বাবর গ্রুপের ছাত্রলীগের একটি অংশ। এ সময় বাঁধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় এক পুলিশ পরিদর্শকের মাথা ফেটে যায়। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ছাত্রলীগের ৪ জনকে আটক করা হয়।
এদিকে আটক ৪ জনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল একাধিক সরকার দলীয় নেতার বিরুদ্ধে। ফলে পুলিশ শনিবার সকাল পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় সাংবাদিকদের বলেনি।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ১৫, ২০১৭)