দ্য রিপোর্ট ডেস্ক : টানা ২ বারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন। হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনাও রয়েছে তাদের। ২০১৬ সালে ফ্রান্সে বসবে পরবর্তী আসর। রবিবার ফ্রান্সের নিসেতে বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। স্পেন পড়েছে সি- গ্রুপে। ওই গ্রুপে আরও রয়েছে লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, বেলারুশ, স্লোভাকিয়া ও ইউক্রেন।

আপাত দৃষ্টিতে কঠিন গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস (গ্রুপ-এ)। এই দলটি চেক প্রজাতন্ত্র, তুরস্ক, কাজাকিস্তান, আইসল্যান্ড ও লাটভিয়ার মুখোমুখি হবে। আসরে এবার মোট ৯টি গ্রুপ রয়েছে। ৮টি গ্রুপে ৬টি করে দল। তবে গ্রুপ ‘আই’ তে ফ্রান্স রয়েছে। আর এই গ্রুপে রয়েছে অপর ৫টি দল। আয়োজক হওয়ায় ফ্রান্স সরাসরি খেলার সুযোগ পাচ্ছে চূড়ান্তপর্বে। হোম ও অ্যাওয়ের ভিত্তিতে খেলা হবে। ২৪টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/এএল/ফেব্রুয়ারি ২৩,২০১৪)