চট্টগ্রামে ২০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৯
চট্টগ্র্রাম অফিস : বঙ্গোপসাগরে (চট্টগ্রাম এলাকায়) অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী চক্রের প্রধান মোজাহেরসহ ৯ জনকে আটক করেছে র্যাব-৭। এ সময় ট্রলারসহ ইয়াবার বিশাল একটি চালান ও জব্দ করা হয়।
আনোয়ারা-গহীরা এলাকায় অভিযান চালিয়ে রবিবার (১৬ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) আমিরুল্লাহ দ্য রিপোর্টকে জানান, ‘বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার বিশাল একটি চালান পাচার হচ্ছে, এ তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। সেখান থেকে উদ্ধার করে প্রায় ২০ লাখ পিস ইয়াবা।’
র্যাব কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর উপস্থিতিতে রবিবার বিকেলে নগরীর পতেঙ্গাস্থ র্যাব-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার চট্টগ্রামে অবস্থান করছেন।
(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এপ্রিল ১৬, ২০১৭)