কয়েদি ছিনতাই, পুলিশের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে আসামি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর পুলিশ লাইনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ সুপার আবুল বাতেন পিপিএম এ আদেশ দেন।
সাময়িক বরখাস্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- গাজীপুর পুলিশ লাইন্সের আবাসিক পরিদর্শক (আরআই) মো. সাইদুল করিম ও সুবেদার (ফোর্স) মো. আ. কাদির।
গাজীপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান জানান, তিন কয়েদিকে কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল ছিল। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার সকালে গাজীপুরের কাশিপুর কারাগার থেকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবির ৩ সদস্যকে পুলিশ প্রহরায় ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার ভারাডুবা ও বগারবাজার বাস স্টেশনের মাঝামাঝি সাইনবোর্ড নামক স্থানে পুলিশ ভ্যানে হামলা গুলি ও বোমা মেরে তিন কয়েদিকে ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় গুলিতে নিহত হন কনস্টেবল আতিক। আহত হন আরও ৩ পুলিশ সদস্য। এরপর টঙ্গাইলের সফিপুর থেকে ছিনতাই হওয়া কয়েদি রাকিব হাসান রাসেল ও গাড়ি চালক জাকির হোসেনসহ ৩ জন আটক হয়।
আটক রাকিব হোসেনের বরাত দিয়ে পুলিশ গণমাধ্যমকে জানায়, তিন কয়েদি ছিনতাইয়ের পরিকল্পনা ১৫ দিন আগেই হয়েছিল।
(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)