পাকিস্তানে বিমান হামলায় ৩৫ গেরিলা নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার উপজাতীয় এলাকার তিরাহ উপত্যকায় বিমানবাহিনী এক বিমান হামলায় সন্দেহভাজন ৩৫ সশস্ত্র গেরিলাকে হত্যা করেছেন। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর ডন নিউজের।
দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, রবিবার সকালে তারা বিদ্রোহীদের বিভিন্ন গোপন আস্তানায় হামলা চালান। তিনি দাবি করেন, সেখানে একটি বিস্ফোরক দ্রব্য তৈরির কারখানাও ধ্বংস করা হয়েছে।
এদিকে শনিবার অপর এক হেলিকপ্টার হামলায় ৯ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়। ওই ঘটনাটি ঘটে হানগু জেলার থাল গ্রামে।
এর আগে ২০ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শীর্ষ সেনা কর্মকর্তাদের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবারে বিমান হামলার অনুমোদন দেন।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/এএল/ফেব্রয়ারি ২৩, ২০১৪)