দক্ষিণ আফ্রিকার জয়
দ্য রিপোর্ট ডেস্ক : পোর্ট এলিজাবেথে একদিন বাকি থাকতেই রবিবার সফরকারী অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ২৩১ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ১-১ এ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া ৪৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেল স্টেইনের (৪/৫৫) বোলিং তোপে ২১৬ রানে অলআউট হতে বাধ্য হয়। উল্লেখ্য, সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ম্যাচে ২৮১ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছিল সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ তে অ্যাশেজ জয়ী অস্ট্রেলিয়া ।
তৃতীয় (শনিবার) দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৯২ রান তুলেছিল (দ্বিতীয় ইনিংস)। রবিবার প্রোটিয়ারা ৫ উইকেটে ২৭০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে । ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য নির্ধারিত হয় ৪৪৮ রানের।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪২৩ রান করেছিল। ডুমিনি সেঞ্চুরি করেছিলেন (১২৩)। জবাবে অস্ট্রেলিয়া ২৪৬ রানে সবকটি উইকেট হারায়।
ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১ মার্চ কেপটাউনে শুরু হবে।
(দ্য রিপোর্ট/এমএ/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)