দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের মুনাফা কমেছে ১৪ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালে বিডি ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ১.৫৪ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২২ টাকা বা ১৪.২৯ শতাংশ।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ১.৩২ টাকার ইপিএসের বিপরীতে ১০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১ টাকা বোনাস শেয়ার ঘোষণা করেছে। যা আগের বছর ১.৫৪ টাকার ইপিএসের বিপরীতেও ছিল একই পরিমাণ।

এদিকে আগের বছরের ন্যায় ২০১৬ সালেও কোম্পানির পে-আউট রেশিও (মুনাফা থেকে লভ্যাংশ প্রদান অনুপাত) শূন্য। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে মুনাফার ৭৫.৭৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোন আউটফ্লো হবে না। যাতে পে-আউট রেশিও হবে শূন্য। ২০১৫ সালেও শুধুমাত্র বোনাস শেয়ার প্রদান করায় পে-আউট রেশিও ছিল শূন্য। এ বছর ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছিল।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর বিডি ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকায়।

কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে ৩০-৩১ দিলকুশায় বিসিআইসি অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৮ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৬ এপ্রিল) কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬.৫০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ১৭, ২০১৭)