দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রমনা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হৃদয় (১২) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হৃদয়কে গুরুতর আহতাবস্থায় বাবু নামের স্থানীয় এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হৃদয়ের বড় ভাই ইমরান হোসেন ঢামেক হাসপাতালে এসে দ্য রিপোর্ট প্রতিবেদককে জানান, আমার ভাই ৭৮ আউটার সার্কুলার রোডের বখশী ওয়ার্কশপে কাজ করত।

নিহত হৃদয়ের বাবার নাম মো. কিরণ মিয়া। তার গ্রামের বাড়ি লক্ষীপুর সদরের উত্তর বাঞ্ছারামপুরে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় ৬নং রুটের একটি বাসের ধাক্কায় হৃদয় গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)