চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় আগুনে পুড়ে ২১টি বসতঘর দোকানপাট পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পুড়ে গেছে ১৬টি কাঁচা, একটি সেমিপাকা বসতঘর এবং চারটি দোকান।

সোমবার (১৭ এপ্রিল) ভোরে পূর্ব নাসিরাবাদ জাকির হোসেন সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর চারটায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ৭০ লাখ টাকার সম্পত্তি রক্ষার কথা জানালেও ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, আগুনে তাদের মূল্যবান মালামাল স্থাপনা ও নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/এপ্রিল ১৭, ২০১৭)