সিলেটের সব থানায় জরুরি সতর্কতা
সিলেট অফিস : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের হাত থেকে জেএমবি সদস্যদের ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে পুরো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতেই ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিলেটের সব থানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি টহল জারি, চেকপোস্ট বসানোসহ নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই পুলিশ প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিলের পাশাপাশি সিলেট নগরীসহ গুরুত্বপূর্ণ প্রত্যেক থানা এলাকায় সশস্ত্র নজরদারি জারি করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত রবিবার সন্ধ্যায় এ সব তথ্য নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের সব থানায় জরুরি বার্তা পাঠানো হয়েছে। বিভিন্ন মাদ্রাসা ও সন্দেহজনক স্থানেও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশও রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। ময়মনসিংহের ত্রিশালের ঘটনার পর পরই সিলেট মেট্টোপলিটন পুলিশ ও সিলেট রেঞ্জ পুলিশ সব থানায় ওই জরুরি সতর্কবার্তা পাঠিয়েছেন।
এ ছাড়া সব ধরনের সন্দেহজনক পরিস্থিতি মোকাবেলার নির্দেশনার পাশাপাশি চেকপোস্ট ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর সকল প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি সিলেট কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, সম্ভাব্য সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সাধারণ টহল পার্টি ও বিশেষ টহল পার্টিকে আরও সক্রিয় রাখার জন্যও কাজ করে যাচ্ছেন। সন্দেহজনক ব্যক্তি ও সংগঠনকে নজরদারি করা হচ্ছে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ দ্য রিপোর্টকে বলেন, নাশকতার কোনো তথ্য আমাদের কাছে না থাকলেও ময়মনসিংহের ঘটনার পর কমিশনারের নির্দেশে মেট্রোপলিটনের সব থানায় জরুরি বার্তা প্রেরণের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পুলিশ।
তিনি বলেন, ময়মনসিংহের ঘটনার পর থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এ ছাড়া পুলিশ বিভাগ এ বিষয়ে পুরোপুরি সতর্ক আছে বলেও নিশ্চিত করেন তিনি।
(দ্য রিপোর্ট/এমজে/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)