পাভেল রহমান, দ্য রিপোর্ট : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখন উৎসবের আমেজ চলচ্চিত্র পাড়ায়। আগামী ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ড্যানি সিডাক- ইলিয়াস কোবরা প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থি হয়েছেন চিত্রনায়িকা অমৃতা খান। এই পদে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও নায়িকা নূতন।

শিল্পীদের উন্নয়নে কাজ করার আগ্রহ থেকেই বেশ কজন সিনিয়ার শিল্পীর পরামর্শে এই পদে প্রার্থী হয়েছেন অমৃতা। তিনি বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হচ্ছে। অনেক সিনিয়র শিল্পী আমাকে শুভ কামনা জানিয়েছেন। নির্বাচনে আমিই সম্ভবত সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী।’

নির্বাচিত হলে অমৃতা খান অসহায় শিল্পীদের জন্য ফান্ড তৈরি করতে চান। সেখান থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিল্পীদের সহায়তা দেয়া হবে। এছাড়া নারী শিল্পীদের জন্য কাজ করতে চান।

অমৃতা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করতে এসে অনেক মেয়ে প্রতারিত হন। না বুঝে ভুল মানুষের কাছে প্রতারণার শিকার হন। আমি যেহেতু একজন নারী শিল্পী। আমি নারী শিল্পীদের পাশে থাকবো। নারী শিল্পীরা যেন সম্মান নিয়ে চলচ্চিত্রে কাজ করতে পারে, তার জন্য লড়াই করবো।’

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/এপ্রিল ১৮, ২০১৭)