দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান আশকোনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দুই জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) পক্ষ থেকে লাশ দুটি হস্তান্তর করেন সিটির পরিদর্শক মো. সায়েদুর রহমান। আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে লাশগুলো গ্রহণ করেন মুগদা জোনের ডিউটি অফিসার রুহুল আমীন।  

তিনি সাংবাদিকদের জানান, অজ্ঞাত হিসেবে পাওয়া লাশ দুটি জোহর নামাজের আগেই জুরাইন কবরস্থানে লাশ দুটি দাফন করা হবে।

গত ২৩ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ ইউনিট সোয়াটের সদস্যরা। ২৪ ডিসেম্বর বিকেলে শেষ হওয়া ওই অভিযানে দুইজন নিহত হন ও চারজন আত্মসমর্পণ করেন।

(দ্য রিপোর্ট/এস/এম/এনআই/এপ্রিল ১৮, ২০১৭)