দ্য রিপোর্ট ডেস্ক : প্রতিপক্ষের সমর্থক ভেবে এমানুয়েল বালবো নামের এক আর্জেন্টাইন সমর্থককে গ্যালারির স্ট্যান্ড ফেলে দেয় কয়েকটি যুবক। পরে দুই দিন হাসাপাতালে লড়াই করে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই ভক্ত।

গত শনিবার একটি ডার্বি ম্যাচ চলাকালে ২২ বছরের এমানুয়েলকে ১৭ ফুট উচু থেকে ফেলে দেওয়া হয়। মর্মান্তিক ঘটনার শিকার হওয়া বালবোর বাবা দাবি করেছেন, কয়েক বছর আগে তার আরেক ছেলেকে যে হত্যা করেছিল, সেই যুবকও ছিল বালবোকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার সময়।

২২ বছর বয়সী বালবোর মৃত্যুর শোকে পাথর তার বাবা রাউল বালবো। শোকের সঙ্গে আছে ক্ষোভও। তার আরেক ছেলেকে বছর পাঁচেক আগে মেরে ফেলেছিল যে, সেই অস্কার গোমেসকে এই হত্যাকাণ্ডের সময়ও দেখা গেছে। রাউল তাই দাবি তুলেছেন, গোমেসই ‘পরিকল্পনা’ করে হত্যা করেছে বালবোকে।

ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। যেখানে স্পষ্ট দেখা গেছে ঘটনার ভয়াবহতা। বালবো বেলগ্রানোর সমর্থক হলেও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক যুবক তাকে প্রতিপক্ষ তায়েরেসের সমর্থক বলে চিৎকার করেন। ‘চিরশত্রু’ শিবিরের সমর্থক তাদের ভেতর দাঁড়িয়ে আছে, বিষয়টা মেনে নিতে পারেনি বেলগ্রানোর সমর্থকরা। এরপরই আরও কয়েকজন জমা হয়ে স্ট্যান্ড থেকে ধাক্কা মেরে ফেলে দেয় বালবোকে। ওই দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পাওয়া বালবোকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

আর্জেন্টাইন এক সংস্থার প্রতিবেদনে জানা গেছে, ২০১৩ সাল থেকে আর্জেন্টিনায় ৪০ জন মারা গেছেন ফুটবল সংক্রান্ত সহিংসতায়।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ১৮, ২০১৭)