প্রশ্নপত্র-নকলসহ আটকের পর দুই মাদ্রাসাশিক্ষককে ছেড়ে দিল পুলিশ
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ফাজিল পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ও নকলের কপিসহ আটক দুই মাদ্রাসাশিক্ষককে ১১ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে কাহারোল থানা পুলিশ।
ওই দুই শিক্ষক হলেন- কাহারোল গড় মল্লিকপুর দাখিল মাদ্রাসার শিক্ষক বাবুল রহমান (৩৫) ও সরঞ্জা দাখিল মাদ্রাসার সহকারী সুপার এনামুল হক (৪১)।
রবিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন সকাল ১১টায় তাদের কাহারোল বাজারে এক প্রভাষকের বাড়ি থেকে আটক করে পুলিশ।
কাহারোল বাজার দাখিল মাদ্রাসা কেন্দ্রের পাশে মাদ্রাসার প্রভাষক মোজাম্মেল হোসেনের বাড়িতে ইংরেজি প্রশ্নপত্র নিয়ে নকল তৈরি হচ্ছে- এমন সংবাদ জানতে পেরে কেন্দ্র সচিব আব্দুস সাত্তার কাদেরী দুজন পুলিশসহ গিয়ে হাতেনাতে আটক করেন শিক্ষক বাবুল রহমান ও সহকারী সুপার এনামুল হককে। আটকের পর তাদের থানায় নিয়ে আসেন। ১১ ঘণ্টা আটক রাখার পর তাদের রবিবার রাত ১০টার সময় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবোবরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসার সুপার কেন্দ্র সচিব আব্দুস সাত্তার কাদেরী কোনো অভিযোগ না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের এ বিষয়ে কোনো দায়িত্ব রয়েছে কিনা, তা জানতে চাইলে ওসি এর কোনো উত্তর দেননি।
এ ব্যাপারে কাহারোল উপজেলার নির্বাহী অফিসার রবিউল ফয়সালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পুলিশকে মামলা করতে বলেছি। কিন্তু কেন তাদের ছেড়ে দেওয়া হলো, তা আমার জানা নেই।’
(দ্য রিপোর্ট/এমআইআর/জেএম/এজড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)