দ্য রিপোর্ট ডেস্ক : গিয়েছিলেন খবরের খোঁজে। ফিরে এলেন নিজেই খবর হয়ে। এমনই অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের লরা গুডারহ্যামের বেলায়। ২৪ বছরের লরা দ্য গ্রিমসবি টেলিগ্রাফ-এ সাংবাদিক হিসেবে কাজ করেন।

সম্প্রতি ২০১৭ মিস গ্রেট গ্রিমসবি অ্যান্ড ডিস্ট্রিক্ট সৌন্দর্য প্রতিযোগিতার অডিশনে খবরের খোঁজে হাজির হয়েছিলেন লরা। সেখানে অডিশন সংক্রান্ত খবর সংগ্রহ করছিলেন তিনি।

আর তখনই চোখে পড়ে যান গতবারের বিজয়ী মিলি মার্গারেটের। ৩ বারের প্রাক্তন চ্যাম্পিয়ন লরাকে দেখেই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তাব দেন।

‘প্রথমে আমি রাজি হচ্ছিলাম না। অস্বস্তি হচ্ছিল র‌্যাম্পে হাঁটব ভেবে। আমি এটা করতে চাইনি জীবনে। কিন্তু, পরে রাজি হলাম।’ বলছিলেন লরা। আর রাজি হয়েই বাজি মেরে দেন তিনি।

একের পর এক রাউন্ড পেরিয়ে সোজা ফাইনাল। এবং সেখানেও সেরা সুন্দরীর মুকুট মাথায়। গোটা ঘটনা কোনো রূপকথার থেকে কম নয়।

সৌন্দর্য প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কারের অর্থ চ্যারিটিতে দান করতে চেয়েছেন তিনি। তবে এবার কী? মডেলিং না সাংবাদিকতা? লরা জানিয়েছেন, নতুন অভিজ্ঞতা অর্জন করতেই নতুন পেশায় যোগ দেবেন তিনি।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/এপ্রিল ১৮, ২০১৭)