সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টা ০১ মিনিটে ভূকম্পন হয়। এ সময় শহরের লোকজন তড়িঘড়ি করে বাসা-বাড়ি ও বিপণি-বিতান থেকে রাস্তায় নেমে আসেন। 

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কবির আহমদ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। যা ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের রিখটারস্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ২।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ১৮, ২০১৭)