দ্য রিপোর্ট ডেস্ক : আগামী পাঁচ বছরের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বিশটি দেশ (জি২০)। এ সময় কয়েক কোটি নতুন চাকরির সুযোগ সৃষ্টিরও আশা করছে দেশগুলো।

রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে জি২০’র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের এক বৈঠকে এ লক্ষ্যমাত্রা নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। মূল জি২০ সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।

এ ছাড়া বিশ্বব্যাপী বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্যও বাস্তব পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন জি২০’র নেতৃবৃন্দ। প্রসঙ্গত, বিশ্ব অর্থনীতির প্রায় ৮৫ শতাংশেরই মালিক এই দেশগুলো।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার সচিব জ্যাকব লিউ বলেন, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার পরবর্তী অধ্যায়ের সূচনা করার জন্য এই লক্ষ্যমাত্রা নির্ধারণের ব্যাপারে ঐকমত্য জরুরি ছিল।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় কোষাগার রক্ষক জো হকি জি২০’র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের এ ঘোষণাকে বিশ্ব ইতিহাসে ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেন।

বৈঠকে এ ছাড়াও জি২০’র দেশগুলো আন্তঃসীমান্ত করারোপে কঠোর নীতিমালা প্রণয়ন এবং ব্যাংক একাউন্টের তথ্য আদান-প্রদানে একটি সাধারণ মানদণ্ড স্থির করার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জো হকি বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো কোথাও তাদের ওপর আরোপিত করের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয় না। সুতরাং আমরা একটি বৈশ্বিক দায়িত্ববোধ আরোপ করতে চাই।’

আশা করা হচ্ছে, ২০১৫ সালের শেষ দিকেই জি২০’র দেশগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদানে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু করা হবে।

মূলত বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোই জি২০’র অন্তর্ভূক্ত। তবে সৌদিআরব ও চীনের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোও এই ফোরামে রয়েছে। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)