সিরিয়ায় আত্মঘাতী হামলায় শীর্ষ আল কায়েদা কমান্ডার নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় এক আত্মঘাতী হামলায় আবু খালেদ আল-সুরি নামে আল কায়েদার এক সিনিয়র কমান্ডারসহ ৭ জন নিহত হয়েছেন। ওই কমান্ডার একসময় আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ও সংগঠনটির বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির ঘনিষ্ঠ সহচর ছিলেন। আল-সুরি সিরিয়ার মডারেট ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনগুলো ও আইএসআইএলের কড়া সমালোচক ছিলেন।
সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সিরিয়ায় আল কায়েদার মূল বিদ্রোহী সংগঠন নূসরা ফ্রন্ট থেকে বহিষ্কৃত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) এ আত্মঘাতী হামলা চালায় বলে জানা গেছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান জানান, আইএসআইএলের এক যোদ্ধা আত্মঘাতী হামলা চালালে আল-সুরি ও অন্য ৬ জন নিহত হন।
তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও ৭টি বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত মডারেট ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন ইসলামিক ফ্রন্ট এ হত্যাকাণ্ডের জন্য আইএসআইএলকেই দায়ী করেছে। কারণ সুরি আসাদ সরকারবিরোধী বিদ্রোহীদের নিজেদের মধ্যে সংঘাতের জন্য ওই সংগঠনটিকেই দায়ী করে এর কড়া সমালোচনা করতেন। (সূত্র : আল-জাজিরা)
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)