সাতক্ষীরায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে সোমবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফল ব্যবসায়ী রেজাউল ইসলাম (২৮) নিহত হয়েছেন।
রেজাউল শহরের সুলতানপুর শাহপুর গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক সকাল ৮টার দিকে শহরের সঙ্গীতা মোড় দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফল ব্যবসায়ী রেজাউলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে উত্তেজিত জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক ট্রাকচালকের নাম রফিকুল ইসলাম (ট্রাক নং-ঝিনাইদহ-ট-১১-০৫৩৯)।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএআর/এজেড/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)