দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (১৬-২০ এপ্রিল) লেনদেনে টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক। এ সময়ে কোম্পানির শেয়ার দর কমেছে ৩৩.৪৫ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন লুজারের অপর কোম্পানিগুলোর মধ্যে– আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ১৬.৯১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫.৭৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৫.৭১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪.১৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লীজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১২.৬৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১০.৮১ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ১০.৭৮ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের ১০.৬২ শতাংশ ও দ্য পেনিনসুলা চিটাগাংয়ের ৯.৮৬ শতাংশ দর কমেছে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ২২, ২০১৭)