দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ২৩তম ম্যাচে সাকিব আল হাসানের মাঠে নামার সুযোগ হয়। তবে এই ম্যাচে জয়বঞ্চিতই থাকতে হয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে গিয়েছে কেকেআর।

শুক্রবার (২১ এপ্রিল) রাতে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ম্যাচটিতে টসে জিতে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠায় সুরেশ রায়নার গুজরাট। প্রথমে ব্যাটিং করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। যার জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।

এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালোই করে কেকেআর। সুনীল নারাইন এবং গৌতম গম্ভীর ওপেনিং জুটিতে ৪৫ রান সংগ্রহ করে। ৩.২ ওভারে ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফিরেন সুনীল নারাইন। ১৭ বলের বিধ্বংসী এই ইনিংসটি তিনি ৯টি চার ও ১টি ছক্কার মারে সাজিয়েছেন। এরপর গম্ভীর ও রবিন উথাপ্পা মিলে দলকে এগিয়ে নেন। এ জুটি থেকে দলে রান আসে ৬৯ রান।

দলপতি গম্ভীর ৩৩ রান করেন। উথাপ্পা ৪৮ বলে ৮টি চার ও ২টি ছয়ের মারে ৭৭ রানের চমৎকার ইনিংস খেলেন। সাকিব এদিন ব্যাট হাতে নামার সুযোগ পেলেও মাত্র এক বল মোকাবিলা করতে পেরেছেন। তার সংগ্রহ ছিল ১ রান।

গুজরাটের হয়ে প্রবিন কুমার, জেমস ফকনার, বাসিল থামপি ও সুরেশ রায়না ১টি করে উইকেট নিয়েছেন।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটও ৩.৩ ওভারে ৪২ রান সংগ্রহ করে। ওপেনার অ্যারন ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করে বিদায় নেন। এরপর ১৭ বলে ৩৩ রান করে বিদায় নেন ব্র্যান্ডন ম্যাককালামও। তবে জয়ের ভিত গড়ে দেন। একে একে অন্য ব্যাটসম্যানরা সাজঘরে ফিরলেও রায়না ছিলেন অবিচল। তিনি ৪৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কার মারে ৮৪ রানের ইনিংস খেলেন।

কেকেআরের হয়ে নাথান কুল্টার নাইল এবং কুলদিপ যাদব ২টি করে উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন ক্রিস ওকস এবং উমেশ যাদব। তবে বল হাতে ব্যর্থ ছিলেন সাকিব। ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূণ্য।

ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন সুরেশ রায়না।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ২২, ২০১৭)