অ্যাটলেটিকোর হোঁচট
দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় রবিবার ওসাসুনার কাছে ৩-০ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই হারের ফলে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে দলটি। একটি সুযোগ ছিল তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অ্যাটলেটিকো জয় পেলে রিয়াল মাদ্রিদের পাশাপাশি থাকতে পারত।
লা লিগায় ২৫ খেলা শেষে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪২ মিনিটের মধ্যেই ৩টি গোল হজম করেছিল। ২ মার্চ ভিসেন্তে ক্যালডেরনে মাদ্রিদ ডার্বি (অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ) রয়েছে। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই অ্যাটলেটিকোর জন্য লা লিগায় কঠিন হয়ে দাঁড়িয়েছে।
(দ্য রিপোর্ট/এমএ/এজেড/শাহ/ফেব্রুয়ারি ২৪,২০১৪)