বগুড়ায় চায়ের দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় চায়ের দোকানদার বিনছের প্রামাণিক চারুর মৃতদেহ সোমবার সকাল ৮টার দিকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত চারু উপজেলার আটগ্রাম কালকেতলা এলাকার গেদু প্রামাণিকের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজউদ্দীন আহমেদ জানান, রবিবার রাতে চায়ের দোকানদার বিনছের প্রামাণিক চারুকে মোবাইল ফোনে ডেকে আনে দুর্বৃত্তরা। পরে তারা ভরত চন্দ্রের মালিকাধীন ইউক্যালিপ্টাস গাছের বাগানে ছুরিকাঘাতে হত্যা করে।
উপজেলার চামরুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর বলেন, বিনছের প্রামোণিক চারু দাদন ব্যবসাও করতেন। তিনি জুয়াড়িদের সুদে টাকা দিতেন। এ কারণেও তাকে হত্যা করা হতে পারে বলে মনে করেন তিনি।
(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)