বরিশালে বিএনপি নেতা সরোয়ারের মায়ের জানাজা অনুষ্ঠিত
বরিশাল অফিস : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের মা সৈয়দা মজিদুন্নেসার (৮০) জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিএম কলেজ মাঠে সোমবার সকাল ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।
উল্লেখ্য, রবিবার দুপুর দেড়টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৈয়দা মজিদুন্নেসা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)