ক্রসফায়ার দিয়ে ‘ধামাচাপা’র চেষ্টা : মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ‘উদ্বেগ’ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করে ক্রসফায়ার দেওয়া হলো, এতে রহস্য আছে। গোটা বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।’
রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গ্রেফতার করা আসামিকে জিজ্ঞাসাবাদ করলে জঙ্গিসংশ্লিষ্টতার বিষয়টি বের হয়ে আসত।’
আসামিদের আদালতে নেওয়ার সময় সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মানুষ হত্যা করছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে কারা নির্যাতন করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের মানুষ তা দেখেছে। ১৯৭১ সালে জনগণের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, ঠিক একই কায়দায় মাত্র এক মাসে ৩০০ জনকে হত্যা এবং ৬০ জনকে গুম করা হয়েছে।’
‘এই গণহত্যা যারা করেছে জনগণ একদিন তাদের বিচার করবে’ বলেও দাবি করেন তিনি।
‘২৫ ফেব্রুয়ারি’ পিলখানার ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য ওই ঘটনা ঘটানো হয়। বাংলাদেশর স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত করছে, তারাই এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী ও এমপিদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দদুকের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, সরকার পর্বত পরিমাণ দুর্নীতি করেছে। সেই দুর্নীতি ঢাকতে এখন ‘আইওয়াশ’ করা হচ্ছে। এটা জনগণের সঙ্গে ‘তামাশা’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)